
ShareTweet
সায়নি মন্ডল : পিঠে চোট পাওয়ায় এবারের আইপিএল থেকে বাদ গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাসিগো রাবাদা। আইপিএল শুরুর আগেই বড়ো ধাক্কা দিল্লীর।
জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে চোট পান রাবাদা। এক মাস বিশ্রাম নিতে হবে তাকে। পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে ৩ মাস।
আইপিএলে খেলতে না পারায় হতাশার সাথে টুইট করে জানিয়েছেন আইপিএল থেকে বাদ পড়ে একেবারেই খুশি নন তিনি। সামনেই ক্রিকেটের লম্বা মরসুম তাই দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরতে চান তিনি।

