
ShareTweet
সায়নি মন্ডল : হরিজন সেবক সংঘের উদ্যোগে ঘুষুড়ি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে পরিবেশ সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে ছাত্র ছাত্রীদের ওয়াকিবহল করার জন্য ‘স্বচ্ছতা পাখওরাড়া’ আয়োজন করা হল ১০ এপ্রিল।
অনুষ্ঠানটির শুভ সূচনা করেন হরিজন সেবক সংঘের সভাপতি ও অধ্যাপক শঙ্কর কুমার সান্যাল। এছড়াও উপস্থিত ছিলেন এই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ বর্মণ, হাওড়া দৈনিক প্রেস ক্লাবের সংবাদদাতা আনন্দ পান্ডে ও হরিজন সংঘের সদস্য সুরজিৎ নস্কর,জয়রাম প্রসাদ প্রমুখ।

অনুষ্ঠানে নিজে স্বচ্ছ থাকার পাশাপাশি পরিবেশকে স্বচ্ছ রাখতে ভবিষ্যতে ছাত্র ছাত্রী যাতে পরিবেশ সম্বন্ধে আরো সচেতন হয় সেই দিক তুলে ধরতেই ‘স্বচ্ছতা পাখওয়াড়া’ আয়োজন করা হয়েছে।
জানানো হয়েছে বিভিন্ন স্কুল কলেজে আরও এরকম অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন হরিজন সেবক সংঘের কর্তৃপক্ষ যাতে মানুষ আরও পরিবেশ সচেতন হয়।
